লকডাউনের নিয়ম ভেঙে তর্ক মহকুমা পুলিশ আধিকারিকের সাথে, আটক তৃনমূল নেতা
অমলেন্দু মন্ডল, বেঙ্গল রিপোর্ট, বীরভুম: নিয়ম ভেঙে লকডাউনে রাস্তায় বেরিয়ে এসডিপিওর সঙ্গে তর্কে জড়িয়ে পুলিশের হাতে আটক হলেন রামপুরহাটে এক তৃণমূল কংগ্রেস নেতা। আটক করা হয়েছে ওই তৃণমূল কংগ্রেস নেতার মোটরসাইকেলও।
ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। আটক তৃণমূল কংগ্রেস নেতার নাম সুজিত পাল। তিনি রামপুরহাট ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি।
আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ রামপুরহাটের পাঁচমাথা মোড়ে নাকা চেকিং করছিলেন রামপুরহাট মহকুমা পুলিস আধিকারিক সৌম্যজিৎ বরুয়া। সেই সময় হেলমেট ছাড়াই সুজিত পাল নামে ওই তৃণমূল নেতা রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পুলিশ তার পথ আটকালে তিনি ওষুধ কিনতে যাবেন বলে জানান। পুলিশ তার প্রেসক্রীপশন দেখতে চাইলে তিনি মহকুমা পুলিশ আধিকারিকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। সেই সময় পুলিশ তাকে আটক করেন। যদিও পুলিশের সঙ্গে তর্ক করার অভিযোগ অস্বীকার করেছেন আটক তৃণমূল নেতা সুজিত পাল।