CINI সংস্থার মাধ্যমে সচেতনতা মূলক সভা বীরভূমের রাজনগরে

CINI সংস্থার মাধ্যমে সচেতনতা মূলক সভা বীরভূমের রাজনগরে

মহঃ সফিউল আলম, বেঙ্গল রিপোর্ট, বীরভূম: বীরভূম জেলার রাজনগর ব্লক ও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গড়দরজা গ্রামে CINI সংস্থার মাধ্যমে একটি সচেতনতা মূলক বিশেষ সভার আয়োজন করা হয়৷ ১৯ নভেম্বর বৃহস্পতিবার আয়োজিত উক্ত সভায় হাজির ছিলেন সিনি সংস্থার সুপারভাইজার সহ গ্রামের মানুষজন প্রমুখ৷

Deenikart Halal Store

সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এদিন যেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, কোভিড—১৯, শিশু শিক্ষা, সেফ মাইগ্রেশন বা নিরাপদ স্থানান্তর, বাল্য বিবাহ, শিশু পাচার প্রভৃতি৷ এমন সচেতনতা মূলক সভার আয়োজন করার জন্য উদ্যোক্তা ও আয়োজকদের ধন্যবাদ জানান স্থানীয় বাসিন্দা ও শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজনেরা৷ সকলের সহযোগিতায় এদিন যাবতীয় কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে সংবাদ মাধ্যম প্রতিনিধিদের জানান উদ্যোক্তারা৷

Facebook Comments