পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চ, রাজনগর মঞ্চের তরফে একাধিক দাবিতে বিডিওকে ডেপুটেশন
মহঃ সফিউল আলম, বেঙ্গল রিপোর্ট, বীরভূম: পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের অধীন বীরভূমের রাজনগর মঞ্চের তরফে একাধিক গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে রাজনগর বিডিওকে ডেপুটেশন দেওয়া হয়৷ ১০ ডিসেম্বর উক্ত ডেপুটেশনে নেতৃত্ব দেন সুভাষ মন্ডল, দুলাল কোঁড়া, মানবেন্দ্র নাথ রায়, অরুণ মল্লিক, শৈলেন মন্ডল, অরুণ সাধু প্রমুখ৷ এছাড়াও কৃষক সমিতির তরফে হাজির ছিলেন নেতৃত্ব রুপে কালো কোঁড়া, শুকদেব বাগ্দী প্রমুখ৷
সমবায় বাঁচাও মঞ্চের রাজনগর মঞ্চের তরফে সুভাষ মন্ডল বলেন, যেসব দাবিতে এই ডেপুটেশন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, সরকার নির্ধারিত মূল্যে একাধিক ক্রয় কেন্দ্র খোলা এবং সমবায় সমিতিগুলির মাধ্যমে সরকারী মূল্যে ধান ক্রয়৷ ব্লকের গ্রামীণ সমবায় সমিতিগুলির সুষ্ঠু নির্বাচন, নির্বাচিত পরিচালন কমিটির হাতে পরিচালন ভার তুলে দেওয়া৷ সমিতিগুলির সরকারী অডিটের কাজ আপডেট করা৷ চাষীদের পর্যাপ্ত সার ও লোনের ব্যবস্থা করা প্রভৃতি৷
রাজনগরের বিডিও উক্ত ডেপুটেশন গ্রহণ করেন৷ বিষয়গুলি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বিডিও জানিয়েছেন, মঞ্চ সূত্রে এমনটাই জানা গিয়েছে৷ এদিন সন্ধ্যায় দেশ জুড়ে চলা কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে সমর্থন করা ও মশাল মিছিল তাঁরা বের করেন বলে জানা যায়৷