বেঙ্গল এডুকেশন ডেভলপমেন্টের আলোচনা সভা বীরভূমের ঐতিহাসিক রাজবাড়িতে
বিশেষ সংবাদদাতা, বেঙ্গল রিপোর্ট, বীরভূম: ৩১ মে বীরভূম জেলার রাজনগরের ঐতিহাসিক রাজবাড়িতে বেঙ্গল এডুকেশন ডেভলপমেন্ট ফাউন্ডেশন তথা বেডস এর তরফে একটি সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়৷
উপস্থিত ছিলেন বেডস এর রাজনগর ব্লক সভাপতি ও সিউড়ি মহকুমা প্রতিনিধি — নেতৃত্ব, সাংবাদিক, সমাজকর্মী তথা রাজনগর রাজপরিবারের সদস্য মহঃ সফিউল আলম, বেডস সম্পাদক( রাজনগর ব্লক), সাংবাদিক ও শিক্ষক উত্তম মন্ডল, স্থানীয় বেডস নেতৃত্ব প্রতিনিধি সদস্য রুপে প্রদীপ দে, সেখ সালেম ওরফে ফটিক, সেখ নাজু, মফিজ আলি, দীনবন্ধু নাথ দাস, শিক্ষক বিমান ভান্ডারী, সেখ হাবল, রাজদীপ রায়, জীবন রজক প্রমুখ৷ বেডস নেতৃত্ব জানান, এদিন সংক্ষিপ্ত আয়োজনের ও সংক্ষিপ্ত সময়ের উক্ত সভায় সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়৷ সেবা মূলক কর্মসূচীর বিষয়েও প্রস্তাব গ্রহণ করা হয়৷ শীঘ্র সেবা মূলক কর্মসূচী বাস্তবায়িত করা হবে বলেও জানান তাঁরা৷
উল্লেখ্য, বছরের বিভিন্ন সময়ে রাজনগর এলাকায় মূলত বেডস সভাপতি সফিউল সাহেবের নেতৃত্বে ও অন্যান্য প্রতিনিধিদের সহযোগিতায় শিক্ষা, স্বাস্থ্য, জন সচেতনতা প্রভৃতি বিষয়ে একাধিক কর্মসূচী ধারাবাহিক ভাবে গ্রহণ করা হয়৷ যা ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে আমজনতার৷ বেডসের মাধ্যমে আগামীতে এলাকায় বেশ কিছু সেবাকাজ বিষয়ক পরিকল্পনা গ্রহণ করা হবে বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে৷ এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের একাংশ বেডস নামক স্বেচ্ছাসেবী সংস্থার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন৷