সেচের কাজ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু পৌঢ়ের
তন্ময় চৌধুরী, বেঙ্গল রিপোর্ট, বাঁকুড়া: বাদাম চাষের জমিতে জল সেচের কাজ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম তিলক সরকার (৫১)। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার বড়মানা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে বড়মানা পশ্চিম পাড়ার বাসিন্দা তিলক সরকার নিজের বাদাম চাষের জমিতে সেচের কাজ করতে গিয়েছিলেন। সেখানেই হাতির আক্রমণের শিকার হন তিনি। হাতিটি পা দিয়ে ওই ব্যক্তির মাথা থেৎলে দিয়েছে বলে ওই এলাকার মানুষজন জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ ও স্থানীয় বন দফতরের কর্মী আধিকারিকেরা। পুলিশ ও বন দফতর আলাদা আলাদা ভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।