অভিযোগের প্রেক্ষিতে দ্রুত স্কুল থেকে চুরি হওয়া জিনিস উদ্ধার, পুলিশের তৎপরতায় খুশি এলাকাবাসী
মহঃ সফিউল আলম, বেঙ্গল রিপোর্ট, বীরভূম: রাজনগর বেসিক স্কুল তথা শম্ভুবংশী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে সম্প্রতি কিছু জিনিস চুরি করে নেয় কিছু দুষ্কৃতী বলে অভিযোগ৷ থানায় বিষয়টি স্কুলের পক্ষ থেকে জানানো হয়৷ তদন্তে নামে রাজনগর থানার পুলিশ৷ কয়েকজন স্থানীয় যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে৷
বাসিন্দারা অভিযোগ করেন, রাজনগর থানার অন্তর্গত কয়েকটি গ্রামের কিছু তরুণ যুবা নেশাগ্রস্ত অবস্থায় নানা অপকর্ম করছে৷ চুরির ঘটনাতেও তাদের অনেকে জড়িত রয়েছে বলে অভিযোগ৷ তাদের দৌরাত্ম্য কমাতে কঠোর প্রশাসনিক পদক্ষেপ জরুরি বলে মনে করছেন বাসিন্দাদের একাংশ৷ স্কুল থেকে সাউন্ড সিস্টেম— বক্স, ওয়াটার ফিল্টার তথা ওয়াটার পিওরিফায়ার, বৃষ্টির জল পরিমাপক উপকরণ, ট্রাঙ্ক সহ পড়ুয়াদের পোশাক, ডিজিটাল ক্লক প্রভৃতি চুরি হয়ে যায় বলে অভিযোগ৷ রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী এমন অপকর্ম করেছে৷ তারা সকলেই স্থানীয় ও কাছাকাছি একাধিক পাড়ার এমনটাই অনুমান করতে থাকেন অনেকে৷
বিষয়টি রাজনগর থানায় বিদ্যালয়ের তরফে জানানো হলে অবশেষে কয়েকজন পুলিশের জালে ধরা পড়ে৷ উদ্ধার হয়েছে চুরি যাওয়া অধিকাংশ জিনিসপত্র৷ দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবিতে সরব বাসিন্দারা৷ তাদের শাস্তি না হলে এই ধরণের ঘটনা বাড়তেই থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন কেউ কেউ৷
উল্লেখ্য, ৩০ জানুয়ারী সন্ধ্যার প্রাক্কালে ওই স্কুলে তদন্তে যান থানার এক অফিসার৷ সাথে উক্ত বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও ছিলেন৷ পুলিশের তৎপরতায় ও সাফল্যে খুশি এলাকাবাসী৷