World Veterinary Day উপলক্ষে পশু দপ্তরের উদ্যোগে চিকিৎসা শিবির

World Veterinary Day উপলক্ষে পশু দপ্তরের উদ্যোগে চিকিৎসা শিবির

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল রিপোর্ট, পূর্ব বর্ধমান: রিলায়েন্স ফাউন্ডেশন এবং পশু দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ ২৪ এপ্রিল “World Veterinary Day” উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার  কাটোয়া দু’নম্বর ব্লকের গাজিপুর গ্রাম পঞ্চায়েতের বড়কুলগাছি গ্রামে পশু স্বাস্থ্য-চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। মোট ৩০ জন পশুপালক এই শিবিরে অংশগ্রহণ করেছিলেন। এই পশু শিবিরে ৩৯ টি গরু এবং ৬৭ টি ছাগল,ভেড়া ১৫ টি, ১৮৮ টি হাস ও মুরগির ভ্যাক্সিন এবং বিভিন্ন রোগের ওষুধ পত্র বিনামূল্যে দেওয়া হল।

Deenikart Halal Store

এই শিবিরে উপস্থিত ছিলেন পশু চিকিৎসক সুবির দে মহাশয় এবং প্রাণী সেবক এবং সেবিকা। করোনার ফলে সেই এলাকার পশুপালক রা খুবই চিন্তায় পড়েছিলেন কারণ পশু পাখিদের অনেক রোগ হয়েছিল সেটার প্রতিকারের ব্যবস্থা তারা করতে পারছিলেন না। এই শিবিরে অংশগ্রহণকারী পশুপালকরা খুবই খুশি।

রিলায়েন্স ফাউন্ডেশন এর  থেকে উপস্থিত ছিলেন সঞ্জিত ধারা মহাশয়, তিনি পশুপালকদের কে রিলায়েন্স ফাউন্ডেশন এর টোল ফ্রি নাম্বার 1800 419 8800 সম্পর্কে জানান এবং এই নাম্বারে চাষবাস পশুপালন মাসের যেকোনো সমস্যা হলে তারা যাতে সকাল 9:30থেকে সন্ধ্যে 7:30 মধ্যে ফোন করবেন।

Facebook Comments