ছেলের জন্মদিন উপলক্ষে বস্ত্রদান শিক্ষক দম্পতির বাঁকুড়ায়
নিজস্ব সংবাদদাতা, বেঙ্গল রিপোর্ট, বাঁকুড়া: কেক কেটে হুল্লোড় করে জন্মদিন পালন নয়, একমাত্র ছেলের দ্বিতীয় জন্মদিন পালন হল বস্ত্রদানের মাধ্যমে। বাঁকুড়ার ইন্দপুর ব্লক এলাকার শরৎপুরের বাসিন্দা শিক্ষক দম্পতি প্রণব রথ ও মণীদিপা পতির একমাত্র ছেলে অর্ণিত রথের সোমবার ছিল দ্বিতীয় জন্মদিন।
সেই উপলক্ষে স্থানীয় আসনবনী – কাজলকুড়া সহ পাশাপাশি গ্রামের শিশু থেকে মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। প্রণববাবু জানিয়েছেন, ‘ছেলের জন্মদিন উপলক্ষে চল্লিশ জন শিশু ও দশ জন মায়ের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। খুব আনন্দ পেয়েছি। ‘মণীদিপা দেবী জানান, ‘এলাকার শিশুদের মুখে হাসি ফুটিয়ে তোলার ছোট্ট প্রয়াসের মাধ্যমে ছেলের জন্মদিন পালন করলাম। এই উদ্যোগে খুশি পরিবারের সকলেই।
Facebook Comments