ব্রিগেড সমাবেশ সফল করতে এগরায় কংগ্রেসের মিছিল ও সভা
সুব্রত গুহ, বেঙ্গল রিপোর্ট, পূর্ব মেদিনীপুর: কৃষি আইন বাতিল, পেট্রোপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরায় জাতীয় কংগ্রেসের উদ্যোগে এক মিছিল হয়। মিছিল শেষে পথসভা হয়। এগরা মহকুমা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু হয়, এগরা শহর পরিক্রমা করে এগরা ত্রিকোণ পার্কের কাছে পথসভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র, প্রবীণ কংগ্রেস নেতা ক্ষিতীন্দ্রমোহন সাহু, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাধনকান্তি উত্থাসনী, বারিদ মহান্তি, সঞ্জয় দাস; সম্পাদক শান্তনু দাস, মিন্টু দাশ, জয়ন্ত চৌধুরী; যুবনেতা সেক সামিউর রহমান, ব্লক কংগ্রেস সভাপতি অমিতাভ জানা, চন্দন মাইতি, রামচন্দ্র ত্রিপাঠি, শঙ্কর বল্লভ প্রমুখ।
সভায় কেন্দ্র সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি ও রাজ্য সরকারের দুয়ারে সরকার, প্রাথমিক নিয়োগ বাতিল ইত্যাদি নিয়ে তীব্র কটাক্ষ করেন জেলা কংগ্রেস সভাপতি মানস কর মহাপাত্র । মানসবাবু তাঁর বক্তব্যে বলেন, ” প্রধানমন্ত্রী বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে ৭ বছরে নতুন চাকরি তো দূরের কথা বরং ১৪ কোটিরও বেশি মানুষ কর্মহীন হয়েছেন।”
মুখ্যমন্ত্রী ১০ বছর যদি সত্যিই মানুষের স্বার্থে কাজ করতেন তাহলে আজ সরকার কে দুয়ারে দুয়ারে যেতে হত না। কিছুদিন আগে প্রাথমিকে কয়েক হাজার বেকার যুবক নিয়োগপত্র পেয়েছিলেন কিন্তু হাইকোর্টের নির্দেশে তাদের নিয়োগপত্র বাতিল। আমলা বা আইনজীবীদের পরামর্শ না নিয়ে কি করে প্রাথমিকের এই প্যানেল ছাড়া হয়েছিল? বেকারদের নিয়ে এই রাজ্যে তামাশা চলছে। ” মানসবাবু ছাড়াও সভায় অন্যান্য বক্তারাও তাঁদের বক্তব্য রাখেন।