রত্না গিরি স্মৃতি ফুটবলে ভ্যাকসিন বিহীন ফুটবলারদের ভ্যাকসিন প্রদান
সুব্রত গুহ, বেঙ্গল রিপোর্ট, পূর্ব মেদিনীপুর: কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত রত্না গিরি স্মৃতি চ্যালেঞ্জ কাপ সিনিয়র লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ করকুলি এ বি সি ডি এবং গব ডাঙ্গর তরুন সংঘ পরস্পরের মুখোমুখি হয়। প্রথমার্ধের ৩৫ মিনিটে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে তরুন সংঘ আক্রমণের ঢেউ তুলে পরপর ৩ টি গোল করে জয়ী হয়। তরুণ সংঘের প্মিঠুন পন্ডিত প্রথম ও আশাবুল পরপর দুটি গোল করে দলকে জেতাতে সাহায্য করে। ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন গব ডাঙ্গর তরুন সংঘের মিঠুন পন্ডিত।
আজ মাঠে যে সমস্ত খেলোয়াড়রা কোভিড ভ্যাকসিন নেয়নি ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও রোটারি ক্লাবের উদ্যোগে ভ্যাকসিন দেওয়া হয়। এই শিবির উদ্ধোধন করেন নোডাল অফিসার ডাক্তার অনুতোষ পট্টনায়ক।
উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী, রীতা ভুজ্ঞা। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা।