করোনা আবহে পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে ভাইফোঁটা উৎসব
সুব্রত গুহ, বেঙ্গল রিপোর্ট ,পূর্ব মেদিনীপুর: করোনা আবহের মধ্যে মেদিনীপুরের পাঁউসি অন্তর্দয় অনাথ আশ্রমে ১৪০ জন আবাসিক প্রতি বছরের মত এবছরও ভাইফোঁটার মাধ্যমে ভাই বোনের সম্পর্ক অটুট হলো। বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সমস্ত প্রকার সরকারি নিয়ম কানুন মেনে আশ্রমের বালক-বালিকারা ভাতৃত্বের বন্ধনে মিলিত হল। আশ্রম প্রাঙ্গণে এক বড় হলঘরে মঙ্গলদীপ জ্বেলে ধান দূর্বা ও চন্দনের ফোঁটা পরিয়ে শঙ্খধ্বনি সহকারে সমস্ত ঘরোয়া রীতি মেনে আশ্রমের বালক-বালিকারা তাদের ভাইয়ের কপালে ফোঁটা দেয়। সবাই একসঙ্গে এক ভুরি ভোজে মিলিত হয়।আশ্রম এর কর্ণধার তথা সম্পাদক বলরাম করন জানান, ভাই ফোঁটা অনুষ্ঠান আমরা প্রতিবছরই খুব বড় ভাবেই করা হয়ে থাকে।
এবছর করোনা ভাইরাস থেকে শিশুদের সুরক্ষিত রাখার জন্য অনুষ্ঠানটি অন্যভাবে করতে বাধ্য হলো। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা শিশুদের কাছে একটি বার্তা দিতে চাই আশ্রম এ কিভাবে একসঙ্গে ভাই বোনের সম্পর্কে অটুট থাকতে হয়। ” কর্ণধার বলরাম করন সবার মঙ্গল কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা জানান যাতে আগামী দিনে ওরা যাতে প্রকৃত মানুষ হয়ে উঠে ও নিজ নিজ জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়। করোনা আতংককে দুরে সরিয়ে রেখে নিরাপত্তার সমস্ত নিয়ম মেনে অনাথ আশ্রমের আবাসিকদের নিয়ে ভ্রাতৃ দ্বিতীয়া অনুষ্ঠান এর আয়োজন করে আশ্রম কর্তৃপক্ষ।