গন্দগী মুক্ত ভারত নামে সপ্তাহ ব্যাপি আচরন পরিবর্তন প্রচারঅভিযান বীরভূমের খয়রাশোলে
সেখ রিয়াজুদ্দিন, বেঙ্গলরিপোর্ট, বীরভূমঃ ভারত সরকারের পানীয় জল এবং স্যানিটেশন বিভাগ (ডিডিডব্লিউএস) ২০২০ সালের ৮ থেকে ১৫ই আগস্ট ‘গন্দগী মুক্ত ভারত’ ( জিএমবি ) নামে একসপ্তাহব্যাপী আচরণ পরিবর্তন প্রচার চালাচ্ছে। অভিযানটি পরিষ্কার – পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।
এই অভিযানের গুরুত্ব অনুধাবন করে স্বেচ্ছাসেবী সংস্থা ‘Water For People India Trust’-এর পক্ষ থেকে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের প্রতিটি গ্রামে পর্যায়ক্রমে সপ্তাহব্যাপী পরিষ্কার- পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, আচরণ পরিবর্তনের প্রচার, শ্রমদান ও অন্যান্য স্বচ্ছতা সম্পর্কিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উক্ত অভিযানের কর্মসূচী উপলক্ষে আজ, ১২ই আগস্ট নাকড়াকোন্দা এবং লোকপুর গ্রামপঞ্চায়েতের অধীনে যথাক্রমে সারসা কলোনি ও শিবপুর গ্রামে বৃক্ষরোপণ করা হয়।
উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত প্রতিনিধি, স্থানীয় Village Water and Sanitation Committee(VWSC)-র সদস্যবৃন্দ, উতসাহীত এলাকাবাসী এবং স্বেচ্ছাসেবী সংস্থা ‘Water For People India Trus’-এর কর্মীবৃন্দর সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।